৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২০
লকডাউনের মধ্যে মাদক পাচারের সময় সিলেটের জকিগঞ্জে এক হাজার পিস ইয়াবাসহ বশর মিয়া ওরফে বাছির মিয়া (৪০) নামের এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। সে গোয়াইনঘাট উপজেলার বহর মাঝপাড়া গ্রামের মৃত জফর আলীর পুত্র।
সিলেট জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা লকডাউন এ জেলা পুলিশের সকল থানার সদস্যবৃন্দ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে জনগণকে বাড়ীতে রাখার কাজ করে যাচ্ছেন। এ সুযোগে এক শ্রেণীর মাদক ব্যবসায়ী পুলিশের কর্মব্যস্ততার সুযোগে সীমান্ত দিয়ে মাদক এনে ধীরে ধীরে নিজেদের মজুদ বৃদ্ধি করার অপতৎপরতায় লিপ্ত। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম জেলার সকল সীমান্তবর্তী থানার অফিসার ইনচার্জকে অভিযান পরিচালনার নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপারের নির্দেশনার প্রেক্ষিতে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় এর তত্ত্বাবধানে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মোঃ আব্দুন নাসের সঙ্গীয় অফিসার ফোর্সসহ ১৮ এপ্রিল দুপুর পৌনে ১টায় জকিগঞ্জ থানাধীন ৭ নং বারঠাকুরি ইউনিয়নের কজাপুর যাত্রী ছাউনির সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশ গোয়াইনঘাট থানাধীন মৃত জফর আলীর পুত্র বশর মিয়াকে আটক করে তার হেফাজতে থাকা ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এ ব্যাপারে থানার এস আই পরিতোষ পাল একটি এজাহার দাখিল করেছেন।
সিলেট জেলার পুলিশ সুপার বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় পুলিশের কার্যক্রম সর্ব মহলে প্রশংসিত। এ সুযোগে দেশে যাতে মাদকের অবাধ বিস্তার না ঘটে সে লক্ষ্যে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D