দক্ষিণ সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন যুবদল নেতা

প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২০

দক্ষিণ সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন যুবদল নেতা

দক্ষিণ সুনামগঞ্জে শনিবার মোটর সাইকেল দুর্ঘটনায় উপজেলা যুবদলের সহ সভাপতি দিলোয়ার হোসেন জিয়াউর (৪৫) প্রাণ হারিয়েছেন। উপজেলার জয়কলস ইউনিয়নের ডুংরিয়া গ্রামের হাজী তারিফ মিয়ার ছেলে জিয়াউর ডুংরিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ীও।
পশ্চিম পাগলায় সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে বিকেল ৩টায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত অপর দুইজন হলেন, পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে রেজা (২৭) ও জয়কলস ইউনিয়নের জয়কলস গ্রামের কৃষ্ণ মাৎস দাসের ছেলে মিন্টু মাৎস দাস।
স্থানীয় সূত্র জানায়, সিলেট থেকে সুনামগঞ্জের দিকেএকটি ট্রাক (সুনামগঞ্জ ড ১১-০১৩৬) যাচ্ছিল। ট্রাকটি পথে ঘটনাস্থলে পাগলার দিকে যাত্রা করা মোটরসাইকেলকে (সুনামগঞ্জ হ ১১-৩৩৭৬) ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী দিলোয়ার হোসেন জিয়াউর নিহত হন। আহত দুজনকে স্থানীয়দের সহায়তায় আশংকাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাৎক্ষনিকভাবে ট্রাক আটক করা হলে ও ড্রাইভার পালিয়ে গেছে। খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পরিদর্শন করে। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেছে।
জয়কলস হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ আমির উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি সড়ক দুর্ঘটনায় দিলোয়ার হোসেন জিয়াউরের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট