করোনার উপসর্গ নিয়ে সিলেটে একজনের মৃত্যু

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২০

করোনার উপসর্গ নিয়ে সিলেটে একজনের মৃত্যু

Manual4 Ad Code

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় কানাইঘাট উপজেলার এক ব্যক্তি মারা গেছেন।

শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টায় তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র।

Manual3 Ad Code

মারা যাওয়া ব্যক্তির বাড়ি কানাইঘাট পৌরসভার বায়ুমপুর গ্রামে। তার বয়স ৩৫ বছর। তিনি একজন পুরুষ।

Manual5 Ad Code

তিনি শুক্রবার রাতে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শামসুদ্দিন হাসপাতালে এসে ভর্তি হন।

Manual7 Ad Code

সুশান্ত কুমার মহাপাত্র বলেন, মারা যাওয়া ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপসর্গ ছিল। সিলেটে আসার আগেই কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। বর্তমানে স্যাম্পল ল্যাবে আছে। পরীক্ষার ফলাফল আজ রাত অথবা আগামীকাল শনিবার পাওয়া যাবে।

Manual6 Ad Code

জানা গেছে, একটি এ্যাম্বুলেন্সে করে লাশ পাঠিয়ে দেয়া হচ্ছে কানাইঘাটে। সেখানে উপজেলা প্রশাসন আইইডিসিআরের নিয়মানুযায়ী দাফনের ব্যবস্থা করবে।

Manual1 Ad Code
Manual3 Ad Code