ছাতকে গ্রেপ্তার এড়াতে খালে লাফ দেওয়া যুবলীগ নেতার লাশ উদ্ধার

প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৯

ছাতকে গ্রেপ্তার এড়াতে খালে লাফ দেওয়া যুবলীগ নেতার লাশ উদ্ধার

সুনামগঞ্জের ছাতকে পুলিশের গ্রেপ্তার এড়াতে থালে লাফ দেওয়ার প্রায় ২২ ঘণ্টা পর যুবলীগ নেতা আনোয়ার হোসেনের (৩৬) লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার বিকেলে উপজেলার কাচুর ব্রিজের নিচে পানি থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত আনোয়ার উপজেলার চরমহল্লা ইউনিয়নের চানপুর গ্রামের মৃত আরশ আলীর ছেলে ও উপজেলা যুবলীগ কার্যনির্বাহী কমিটির সদস্য।

পুলিশ জানায়, শনিবার রাতে আনোয়ার হোসেন মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে আশাকাচর-চানপুর সড়কের হাছন নগর কাচুর ব্রিজ এলাকায় পুলিশ তার গতিরোধ করে। পুলিশ তাকে গ্রেপ্তার করতে চাইলে তিনি লাফ দিয়ে খালের পানিতে পড়েন। পরে পুলিশ তাকে খুঁজে পায়নি।

রোববার সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে পরিবারের লোকজন বিষয়টি থানা পুলিশকে অবহিত করে।  দুপুরে সিলেট থেকে একদল ডুবুরি ঘটনাস্থলে এসে কয়েক ঘণ্টার চেষ্টার পর ডুবন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, থানা পুলিশ আনোয়ারকে গ্রেপ্তার করতে গেলে তিনি পানিতে লাফিয়ে পড়েন। তার লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট