রাঙামাটিতে ভবন ধসে বাবা-মেয়েসহ নিহত ৪

প্রকাশিত: ১:১৪ পূর্বাহ্ণ, অক্টোবর ৫, ২০১৬

Manual6 Ad Code

রাঙামাটি: রাঙামাটি শহরের মহিলা কলেজ এলাকায় একটি দ্বিতল ভবন ধসে কাপ্তাই হ্রদে হেলে পড়েছে। এতে বাবা ও মেয়েসহ ৪ জন নিহত হয়েছে।

ভবন ধসের এই ঘটনায় এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন দুই জন। উদ্ধার অভিযান চালাচ্ছে দমকল বাহিনী, পুলিশ ও সেনা বাহিনী।

Manual2 Ad Code

মঙ্গলবার বিকেল ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, জনৈক তৈয়ব কন্ট্রাক্টরের মালিকানাধীন দুই তলা পাকা ভবনটির নিচের মাটি সরে গিয়ে ভবনের পেছনের অংশ কাপ্তাই হ্রদে হেলে পড়ে। এতে ভবনের নীচের তলা পুরোটাই পানিতে ডুবে যায়।

Manual7 Ad Code

খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় দমকল বাহিনী, পুলিশ ও সেনাবাহিনী উদ্ধার চালিয়ে বাবা মেয়েসহ ৪ জনকে উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Manual6 Ad Code

নিহতরা হলেন- গাড়ি চালক মো. জাহেদ তার মেয়ে পিংকি ও রাঙামাটি সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্রী হাবিবা ও অপর এক জনের নাম জানা যায় নি।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন- জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান ও পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান।

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code