খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সিলেট বিএনপির দোয়া মাহফিল

প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০১৯

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সিলেট বিএনপির দোয়া মাহফিল

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৫তম জন্মদিন উপলক্ষে আশু সুস্থ্যতা ও মুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।

শুক্রবার বাদ আসর হযরত শাহজালাল (রহ.) এর মাজার মসজিদ প্রাঙ্গনে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে দীর্ঘদিন কারান্তরিন হয়ে বর্তমানে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, আশু সুস্থ্যতা ও মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত, দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু, নিখোঁজ নেতা এম. ইলিয়াছ আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, ছাত্রদল নেতা জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলী সহ গুমকৃত সকল নেতাকর্মীদের সন্ধান কামনা, সর্বপরি দেশ জাতি মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সহ-ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এড. শামীম সিদ্দিকী, সহ সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, জেলা বিএনপির সহ সভাপতি শাহ জামাল নুরুল হুদা, এ. কে. এম. তারেক কালাম, জালাল উদ্দিন চেয়ারম্যান, মহানগর বিএনপির সহ সভাপতি জিয়াউল হক জিয়া, জেলা বিএনপির উপদেষ্টা মাজহারুল ইসলাম ডালিম, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, আব্দুল আজিজ, হুমায়ুন আহমেদ মাসুক, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মঈনুল হক, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুকুল আহমদ মুুর্শেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, মহানগর বিএনপির দপ্তর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, প্রকাশনা সম্পাদক জাকির মজুমদার, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক সম্পাদক লায়েছ আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক সুরমান আলী, ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন মানিক, মহানগর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আশরাফ আলী, পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক লল্লিক চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক সুহাদ রব চৌধুরী, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আফজাল উদ্দিন, বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দের মধ্যে ফজলুর রহমান ফয়েজ, হাবিবুর রহমান হাবিব, লোকমান আহমদ, এম. এ. মালেক, দিদার ইবনে তাহের লস্কর, বুরহান উদ্দিন, আব্দুল মালেক, আব্দুল লতিফ খান, এনামুল হক মাক্কু, সবুর আহমদ, কয়েছ আহমদ সাগর, মোতাহির আলী মাখন, আব্দুল্লাহ আল মামুন সামুন, দেলোয়ার হোসেন রানা, সাব্বির আহমদ, মো. রফিকুল ইসলাম, বাহার আহমদ, শফিকুর রহমান টুটুল, মঈনুল হক স্বাধীন, সাহেদ আহমদ, কেন্দ্রীয় ছাত্রদল নেতা কারীমুল হাই নাঈম, নাদিয়া পাঠান পাপন, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, এমদাদুল হক স্বপন, আসাদুল হক আসাদ, আমির আলী, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম, মো. আব্দুল মুকিত,  এহসানুল করিম মিশু, হাবিবুর রহমান হাবিব, আব্দুল হাসিব, আশরাফ উদ্দিন রুবেল, আব্দুস সালাম টিপু, জুবায়ের আহমদ মিলু, হোসাইন আহমদ, আলী আকবর রাজন, দুলাল রেজা, আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকি, তাজুল ইসলাম, সামসুল ইসলাম ফয়সল, জাহাঙ্গীর আলম, শেখ রাসেল, ফিরোজ আহমদ প্রমুখ।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট