ট্রাকের চাকায় প্রথম পিষ্ট হন ধর্মপ্রাণ মুসলিম নারী

প্রকাশিত: ২:২৭ পূর্বাহ্ণ, জুলাই ২০, ২০১৬

Manual1 Ad Code

প্যারিস : ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় নিস শহরে বাস্তিল দিবসের উৎসবে জড়ো হওয়া জনতার ওপর ট্রাক চালিয়ে দেওয়ার ঘটনায় প্রথম নিহত হন ৬২ বছর বয়সী এক মুসলিম ধর্মপ্রাণ নারী। নিহত ওই নারীর নাম ফাতিমা চাহিরি। ওই ঘটনায় আহত হয় তার মেয়ের জামাই ও নাতিসহ তিনজন। হামলাকারী বুলেল ট্রাক নিয়ে হামলার সময় ফাতিমা চাহিরি তার মেয়ে জামাই হুরিয়া চাহিরির সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। হামলার শুরুতেই ট্রাকের নিচে পিষে যায় ওই নারী। এ সময় তার মেয়ে জামাইয়ের মাত্র এক ইঞ্চি পাশ দিয়ে ট্রাকটি চলে যায়। পাশেই তার নাতিকে কোলে নিয়ে দাঁড়িয়ে ছিলেন তার মেয়ে জামাইয়ের ভাই। গত বৃহস্পতিবার রাতের ওই হামলায় অন্তত ৮৪ জন নিহত হয়েছেন।এর মধ্যে অন্তত ১০টি শিশুও রয়েছে। আহত হয়েছেন আরো অন্তত অর্ধশত মানুষ। নিউজউইককে দেয়া এক সাক্ষাৎকারে নিহত ফাতিমা চাহিরির ভাগ্নি আমিনা বলেন, ‘আমার খালা ছিলেন একজন ধর্মপ্রাণ মুসলমান। তিনি সম্প্রতি রমজানের সবগুলো রোজা রেখেছেন। তিনি হিজাব পরতেন এবং সঠিক নিয়মে ইসলামের রীতি-নীতি পালন করতেন। প্রকৃত ইসলাম কখনো সন্ত্রাসকে সমর্থন করে না।’ তিনি বলেন, ‘তুমি যদি মুসলিম হও, তবে তুমি কাউকে হত্যা করতে পার না। ওই হামলাকারী মুসলিম ছিল না। সে মদ্যপায়ী এবং শূকরের মাংশ খেত।’ তিনি বলেন, শার্লি এবদো এবং প্যারিস হামলা সম্পর্কে আমার মা ও খালা উদিগ্ন ছিল। হামলাকারী একজন আরব, একজন ফরাসি কিংবা একজন ত্তলন্দাজ হোক সেটা বিবেচ্য বিষয় নয়। মোট কথা হলো তারা নিরীহ মানুষদের হত্যা করছে। এটা ইসলাম নয়, এটা হলো কাপুরুষতা।’ আমিনা বলেন, ‘আমার খালা বলত, যদি তারা সত্যিই জিহাদি হতে চায় তাহলে তাদেরকে অন্য লোকদের কাছে ভাল হতে হবে। প্রতিদিন বাইরে গিয়ে অসহায় ব্যক্তিদের সাহায্য কর। সেটাই হল শ্রেষ্ঠ জিহাদ।’ জিহাদের অন্য একটি অর্থ উল্লেখ করে তিনি বলেন, ‘অবিশ্বাসীদের হত্যা নয় বরং জিহাদ হচ্ছে পাপের বিরুদ্ধে নিজেকে শুদ্ধ করা।’ বাস্তিল দিবস উদযাপন করতে বহু লোক নিস শহরের ভূমধ্যসাগর তীরবর্তী বিখ্যাত প্রমেনেদ দেজাঙ্গলে চত্বরে জড়ো হয়েছিলেন। আতশবাজির প্রদর্শনী শেষ হওয়ার পরপরই ভিড়ের মধ্যদিয়ে ২৫ টনি একটি ট্রাক প্রায় দুই কিলোমিটার রাস্তা চলে যায়। প্যারিসে ইসলামিক স্টেট জঙ্গিদের হামলায় ১৩০ জন নিহত হওয়ার আট মাসের মাথায় ফ্রান্সজুড়ে জরুরি অবস্থার মধ্যে এ ঘটনা ঘটে।

Manual6 Ad Code

সূত্র : নিউজ উইক

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual5 Ad Code