জৈন্তাপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে অতিথি পাখি’সহ আটক ২

প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০১৮

জৈন্তাপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে অতিথি পাখি’সহ আটক ২

Manual3 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে অতিথি পাখি নিধন রোধে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৯ অক্টোবর) সন্ধ্যায় অভিনব কায়দায় অভিযানে নামেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মুনতাসির হাসান পলাশ।

সন্ধ্যা ৭টায় উপজেলার দরবস্ত বাজার ত্রিমুখীতে ক্রেতা সেজে পাখি ক্রয় করতে যান তিনি। দর কষাকষির একপর্যায়ে হাজির হন একটু দূরে অবস্থান করা অভিযান পরিচালনাকারী দলের অন্য সদস্যরা। এসময় তারা হাতেনাতে ২০টি অতিথি পাখিসহ দুই জন বিক্রেতাকে আটক করে জৈন্তাপুর মডেল থানায় নিয়ে আসেন।

Manual4 Ad Code

আটককৃতরা হলেন, জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের খড়িকাপুঞ্জি গ্রামের মৃত রজব আলীর ছেলে জালাল উদ্দিন (৫৫) ও একই ইউনিয়নের তেলিজুরী গ্রামের আলী আহমদের ছেলে আলা উদ্দিন (৩৫)।

Manual2 Ad Code

পরে ভ্রাম্যমাণ আদালতের কাছে অপরাধ শিকার করায় জালাল উদ্দিনকে নগদ ২ হাজার টাকা জরিমানা ও মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয় এবং আলা উদ্দিনকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

Manual2 Ad Code

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মুনতাসির হাসান পলাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দরবস্ত বাজারে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়েছে। অতিথি পাখি নিধন বন্ধ করতে এরকম অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual5 Ad Code