বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী নিহত, গুলিবিদ্ধ ২

প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০১৬

রংপুর : লালমনিরহাটের বুড়িরহাট সীমান্তে বিএসএফের গুলিতে মহুবার রহমান নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় বিএসএফের গুলিতে আরো ২ ব্যবসায়ী আহত হয়েছে।

আহতদের আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। নিহত মহুবার রহমান কালিগঞ্জ উপজেলার মালগাড়া গ্রামের নজু প্রামাণিকের ছেলে।

এলাকাবাসী ও বিজিবি জানায়, শুক্রবার ভোরে একদল গরু ব্যবসায়ী জেলার কালিগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বুড়িরহাট সীমান্তের ৯১৫ সাব ৮এস পিলারের কাছে গরু আনতে যায়। এ সময় ভারতের টহলরত সাতভান্ডারিয়া বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মহুবার রহমানের (৩৮) ডান কানে গুলি লাগে।

এতে সে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় তাদের অপর দুই সহযোগী গুলিবিদ্ধ হয়। নিহত মহুবার রহমান কালিগঞ্জ উপজেলার মালগাড়া গ্রামের নজু প্রামাণিকের ছেলে।

 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট