গোলাপগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২৫ যানবাহন আটক

প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ, মে ৬, ২০১৮

গোলাপগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২৫ যানবাহন আটক

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় শনিবার দিনব্যপী অভিযান চালিয়ে ২২টি অনটেস্ট সিএনজি অটোরিক্সা, ১টি টু-স্টক টেম্পু, ১টি পিকআপ ও ১টি কাভার্ড ভ্যানসহ ২৫টি যানবাহন আটক করা হয়েছে।

একই সাথে বিভিন্ন পরিবহনে রোড পারমিট, ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস না থাকায় ২৭ পরিবহন চালকের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে।

সিলেটের এডিশনাল এসপি রাশেদুল হক চৌধুরীর নেতৃত্বে অভিযানের সময় উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টার মোহাম্মদ দেলওয়ার হোসেনসহ সিলেট জেলা স্পেশাল পুলিশ।

ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ দেলওয়ার হোসেন জানান, গোলাপগঞ্জসহ বিভিন্ন উপজেলায় এ রকম বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট