ব্লু বার্ড স্কুল একদিনের জন্য বন্ধ ঘোষণা

প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, মে ৬, ২০১৮

ব্লু বার্ড স্কুল একদিনের জন্য বন্ধ ঘোষণা

Manual8 Ad Code

হযরত শাহজালাল (র.) গোরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন ব্লুবার্ড স্কুলের সহকারী শিক্ষিকা মাহরিমা চৌধুরী (৩২)। শনিবার বাদ যোহর দরগাহ মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজাশেষে তাকে দাফন করা হয়।জানাজায় মরহুমার সহকর্মী, শুভানুধ্যায়ীসহ নগরীর বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন।
শুক্রবার সকাল ১১টায় ঢাকায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন মাহরিমা চৌধুরী। মৃত্যুকালে তিনি তার স্বামী ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের আঞ্চলিক প্রধান ও নগরীর চৌহাট্টা শাখার ব্যবস্থাপক চৌধুরী তামান হাসান, ২ শিশু পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার ছোট্ট শিশুটির বয়স মাত্র ৩ মাস।
এদিকে, ব্লু বার্ড স্কুলের প্রাথমিক শাখার সহকারী শিক্ষিকা মাহরিমা চৌধুরীর মৃত্যুতে রবিবার প্রতিষ্ঠানটি একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে, রোববার থেকে প্রতিষ্ঠানটি যথারীতি খোলা থাকবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual3 Ad Code