সিলেটের জৈন্তাপুর থেকে ৪ নাইজেরিয়ান নাগরিক আটক

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০১৮

সিলেটের জৈন্তাপুর থেকে ৪ নাইজেরিয়ান নাগরিক আটক

Manual8 Ad Code

সিলেটের জৈস্তাপুরে বাংলাদেশের অবৈধভাবে অনুপ্রবেশকারী চার নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা অনুপ্রবেশের কথা স্বীকার করে নিয়েছে বলে জানিয়েছে পুলিশ।শনিবার রাতে সিলেট-তামাবিল সড়কের আসামপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।আটকরা হলেন- আশাচি লিনাস এনমনি (৩৭), অভি চিসম এনেস্ট (৩২), ওকাফার ওয়েসি ডেকর (৩২) ও জেম্স ওকেসিহা (৩০)। তাদের মধ্যে শুধু আশাচি লিনাস এনমনির পাসপোর্ট পাওয়া গেলেও তাতে ইমিগ্রেশনের কোনো সিল ছিল না।জৈন্তাপুর মডেল থানার ওসি খান মো. ময়নুল জাকির জানান, জৈন্তাপুরের উপজেলার মিনাটিলা এলাকা দিয়ে ভারত থেকে অনুপ্রবেশ করেন ওই চার নাইজেরিয়ান। গোপন খবর পেয়ে আসামপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।এ ঘটনায় একটি মামলা করা হয়েছে বলেও জানান ওসি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code