কানাইঘাটে পাইপগান’সহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার : দুই ডাকাত আটক

প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০১৮

কানাইঘাটে পাইপগান’সহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার : দুই ডাকাত আটক

কানাইঘাট সদর ইউপির ছোটদেশ আগফৌদ গ্রামে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করতেও সক্ষম হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে নাজিম উদ্দিনকে শুক্রবার ও সাবু আহমদকে শনিবার আদালতে সোর্পদ করা হয়েছে। এছাড়া, ডাকাত দুলালের স্ত্রীকে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে থানা পুলিশ গত বৃহস্পতিবার থেকে বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে এবং ঘটনার দিনই পুলিশ একই গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত আফতাব উদ্দিনের ছেলে নাজিম উদ্দিনকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্য মতে, শুক্রবার সন্ধ্যায় কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদের নেতৃত্বে পুলিশের একটি দল জকিগঞ্জ উপজেলা বীরশ্রী ইউপির পূর্ব খালপার গ্রামে সেখানকার পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে মৃত মঈন উদ্দিনের পুত্র সাবু আহমদকে আটক করে। পরে সাবু আহমদের দেওয়া তথ্যে একই উপজেলার বারহাল ইউপির বিলবাড়ী গ্রামের এনাম আহমদ চৌধুরীর বাড়িতে ভাড়াটিয়া বিয়ানীবাজার উপজেলার জলঢুপ গ্রামের দুলাল আহমদের বসত ঘরে অভিযান দেয় পুলিশ। পুলিশের অভিযানের খবর এলাকায় ছড়িয়ে পড়লে শতাধিক উৎসুক লোকজন জমায়েত হয়ে গোটা বাড়ী ঘিরে ফেলেন।
প্রকাশ্যে জন সম্মুখে পুলিশ ঐ ডাকাতের ভাড়াটিয়া বসত বাড়ীতে অভিযান চালিয়ে একটি পাইপগান, ৫ রাউন্ড গুলি সহ বিপুল পরিমাণ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করে এবং ডাকাত দুলালকে না পেয়ে তার স্ত্রীকে আটক করে নিয়ে আসে পুলিশ।
একটি সূত্র জানায়, গৃহকর্তা এনাম চৌধুরীর পরিবার সিলেটে বসবাস করায় দুলাল ও তার স্ত্রী এ বাড়িটি দেখা শুনা করেন। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ ডাকাতির ঘটনায় ২জন গ্রেফতার ও ডাকাত দুলালের স্ত্রীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট