ছাতকে রেলওয়ের গুদাম দখলমুক্ত

প্রকাশিত: ১:৫২ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০১৮

ছাতকে রেলওয়ের গুদাম দখলমুক্ত

ছাতকে অবৈধভাবে জবর-দখলকৃত রেলওয়ের একটি গুদাম দখলমুক্ত করে সীলগালা করেছে জিআরপি পুলিশ। রোববার সকালে উপজেলা ভূমি অফিস সংলগ্ন রেল স্টেশনের গুদামকে জবর-দখলমুক্ত করা হয়। এসময় কয়েকটি ব্যাটারি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। জানা যায়, স্থানীয় কতিপয় লোক গুদাম জবর-দখল করে রিকশার গেরেজ দিয়ে এখানে ব্যাটারি চালিত রিকশার ব্যাটারি চার্জ করে আসছিল।

খবর পেয়ে সিলেট জিআরপি পুলিশ ঘটনাস্থলে পৌছে গুদাম দখলমুক্ত ও সীলগালা করে। এসময় কয়েকটি ব্যাটারি ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। তবে জিআরপি পুলিশ যাবার পর পূনরায় গুদামটি জবরদখল হয়েছে বলে জানা গেছে। এব্যাপারে রেলওয়ের দায়িত্বশীল সূত্র ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট