৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫২ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০১৮
ছাতকে অবৈধভাবে জবর-দখলকৃত রেলওয়ের একটি গুদাম দখলমুক্ত করে সীলগালা করেছে জিআরপি পুলিশ। রোববার সকালে উপজেলা ভূমি অফিস সংলগ্ন রেল স্টেশনের গুদামকে জবর-দখলমুক্ত করা হয়। এসময় কয়েকটি ব্যাটারি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। জানা যায়, স্থানীয় কতিপয় লোক গুদাম জবর-দখল করে রিকশার গেরেজ দিয়ে এখানে ব্যাটারি চালিত রিকশার ব্যাটারি চার্জ করে আসছিল।
খবর পেয়ে সিলেট জিআরপি পুলিশ ঘটনাস্থলে পৌছে গুদাম দখলমুক্ত ও সীলগালা করে। এসময় কয়েকটি ব্যাটারি ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। তবে জিআরপি পুলিশ যাবার পর পূনরায় গুদামটি জবরদখল হয়েছে বলে জানা গেছে। এব্যাপারে রেলওয়ের দায়িত্বশীল সূত্র ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D