চুল পড়ার কারণগুলো জেনে নিন

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০১৬

Manual8 Ad Code

চুলের সমস্যা প্রায় আমাদের প্রত্যেকেরই থাকে। চুল আমাদের প্রত্যেকের আলাদা আলাদা রকমের। কিন্তু কার চুল কী ধরনের তা না জেনেই আমরা চুলে বিভিন্ন রকমের প্রোডাক্ট ব্যবহার করে থাকি।

চুল পড়া, টাক পড়ে যাওয়া, চুল অকালে পেকে যাওয়া প্রভৃতি বিভিন্ন সমস্যায় আমাদের পড়তে হয়। প্রত্যেকদিন যদি ১০০টি করে চুল পড়ে, তাহলে তা স্বাভাবিক। কিন্তু কখনো যদি এমনটা মনে হয় যে, স্বাভাবিকের তুলনায় আপনার বেশি চুল পড়ছে, তাহলে তার জন্য অবশ্যই চিকিৎসা করান।

চুল পড়ার বিভিন্ন কারণ হতে পারে। চিকিৎসা শুরু করার আগে জেনে নিন কোন কোন কারণে চুলের সমস্যা হয়-

Manual6 Ad Code

১) সঠিকভাবে চুল আঁচড়ানোটা খুবই জরুরি। চুল পড়ে যাওয়ায় অধিকাংশ ক্ষেত্রে দায়ী থাকে সঠিকভাবে চুল না আঁচড়ানো। যেমন, ভেজা চুল কখনোই আঁচড়ানো উচিৎ নয়। ভেজা অবস্থায় চুলের গোড়া নরম থাকে। সেই সময় চুল আঁচড়ালে চুল ছিড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে।

২) গরম পানি চুলের পক্ষে খুবই অপকারী। কখনোই চুল গরম পানি দিয়ে ধোবেন না। চেষ্টা করবেন ঠাণ্ডা পানিতে চুল ধুতে।

৩) জিনগত দিক থেকেও চুলের বিভিন্ন সমস্যা হতে পারে। শুধু চুল নয়, আমাদের শরীরের বিভিন্ন দিকে প্রভাব ফেলে আমাদের জিন। তাই আপনার পরিবারের কোনো সদস্যের যদি চুলের কোনো সমস্যা থেকে থাকে, তাহলে আপনারও হতে পারে।

Manual5 Ad Code

৪) চুলে অত্যধিক পরিমাণে কেমিক্যাল জাতীয় প্রোডাক্ট ব্যবহার কিংবা সারাক্ষণ স্টাইলিং কিট ব্যবহারও চুলের সমস্যার অন্যতম কারণ হতে পারে।

Manual5 Ad Code

৫) আমাদের খাবারের ধরনও আমাদের চুলের সমস্যার কারণ হতে পারে। চুলের সমস্যাকে রোধ করতে আমাদের ডায়েটের দিকেও নজর দেওয়া দরকার।

Manual3 Ad Code

৬) ৫০ কিংবা ৬০ বছরের উর্ধ্বের ব্যক্তিদের চুল পড়ার সমস্যা খুবই সাধারণ। বয়সজনিত কারণে চুল, ত্বক, নখের বৃদ্ধি হ্রাস হয়।

Manual1 Ad Code
Manual8 Ad Code