ঐক্যবদ্ধভাবে ১০ এপ্রিলের সিলেট বিভাগীয় সমাবেশ সফল করতে হবে

প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০১৮

ঐক্যবদ্ধভাবে ১০ এপ্রিলের সিলেট বিভাগীয় সমাবেশ সফল করতে হবে

বিভাগীয় নেতৃবৃন্দের সাথে চার জেলা বিএনপির মতবিনিময়

ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলার ফরমায়েসী রায়ে কারান্তরীণ বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে ১০ এপ্রিল অনুষ্ঠিতব্য সিলেট বিভাগীয় সমাবেশ সফলের আহŸান জানিয়েছেন বিএনপির সিলেট বিভাগীয় নেতৃবৃন্দ। বৃহস্পতিবার ১০ এপ্রিলের সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট বিভাগীয় নেতৃবৃন্দের সাথে বিভাগের চার জেলা নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নেতৃবৃন্দ বিভাগীয় সমাবেশ সফলের আহŸান জানান। সভায় বিভাগীয় সমাবেশ সফল করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও কর্মপন্থা নির্ধারণ নির্ধারণ করা হয়।
নগরীর জিন্দাবাজারস্থ সিলেট মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে নগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি কলিম উদ্দিন মিলন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান, সিলেট মহানগর সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিলেট জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, মৌলভীবাজার জেলার সিনিয়র সহ-সভাপতি মৌলভী ওয়ালী সিদ্দিকী ও সাংগঠনিক সম্পাদক বকশী মিসবাউর রহমান এবং সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোনাজ্জির হোসেন সুজন প্রমুখ।
মত বিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন- সিলেট হচ্ছে বিএনপির শক্তিশালী ঘাঁটি এবং গণতান্ত্রিক মুক্তির আন্দোলনের সুতিকাগার। ফ্যাসিবাদী ও স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সব সময় সিলেটবাসীর রয়েছে স্বোচ্ছার থাকার ইতিহাস। তাই গোটা বিভাগে গণজোয়ার সৃষ্ঠির মাধ্যমে ১০ এপ্রিলের সিলেট বিভাগীয় সমাবেশকে সর্বাত্মকভাবে সফল করতে হবে। গণতন্ত্রের মা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে সিলেটের বিভাগীয় সমাবেশকে একটি ঐতিহাসিক সমাবেশে রুপ দিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট