১৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৩ পূর্বাহ্ণ, জুলাই ১৯, ২০১৬
১৯ জুলাই ২০১৬, মঙ্গলবার : বিএনপি নেতা, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাহবুব চৌধুরী ও মনোয়ারা আক্তারের ছেলে মিশকাত চৌধুরী বৃটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ থেকে বৃটিশ কারিকুলামে ১৫/১৬ শিক্ষা বর্ষের বার্ষিক পরিক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলে লেভেল ওয়ানে উত্তীর্ণ হয়েছে । মোট ৫৫০ মার্কের মধ্যে সে ৫১০ মার্ক পেয়ে গ্রেড A+ এর মেধাতালিকায় স্থান লাভ করে।
ভাল ফলাফল করায় তার পরিবারের পক্ষ থেকে এ শিক্ষা প্রতিষ্ঠানকে সিলেটের একটি শ্রেস্ট লাইট হাউস উল্লেখ করে সাবেক চেয়ারম্যান ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী , বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এম এ মতিন, বিশেষ করে নির্বাহী পরিচালক বিশিষ্ট সমাজসেবী কাওসার জাহান কয়ছর, প্রিন্সিপাল প্রফেসর সৈয়দ আকমল মাহমুদ, ইনচার্জ নাজনিন নাহার, টিচার প্রিয়াংকা দেবী ও সুফিয়া সহ সকল শিক্ষক, কর্মকতা কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D