শাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন

প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০১৮

শাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসকে নিরাপদ, শিক্ষা ও শিক্ষার্থীবান্ধব করতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

চার দফা দাবিতে বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে দুই দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে সাধারণ শিক্ষার্থীরা। কর্মসূচির প্রথম দিনে শতাধিক শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশগ্রহণ করে।

চার দফা দাবিগুলো হলো সপ্তাহে সাত দিন রাত দশটা পর্যন্ত লাইব্রেরি খোলা রাখা, নিজের বই নিয়ে লাইব্রেরি বিল্ডিংয়ে পড়ালেখা করার জন্য কমন স্টাডি রুমের ব্যবস্থা, ক্যাফেটেরিয়া, ফুডকোর্ট ও টঙগুলো সপ্তাহে সাতদিন খোলা ও স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা এবং ক্যাম্পাসের সকল গুরুত্বপূর্ণ জায়গায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট