১৫৩ জন যাত্রী নিয়ে সিলেট থেকে দুবাইর উদ্দেশ্যে যাত্রা বিমানের

প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৮

১৫৩ জন যাত্রী নিয়ে সিলেট থেকে দুবাইর উদ্দেশ্যে যাত্রা বিমানের

সিলেট-দুবাই সরাসরি ফ্লাইট চালু করলো জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ১৫৩ জন যাত্রী নিয়ে সোমবার রাত সাড়ে ৮টার দিকে ফ্লাইটটি (বিজি-২৪৭)আনুষ্ঠানিকভাবে দুবাইর উদ্দেশ্যে ছেড়ে যায় বলে বিমান সূত্র জানিয়েছে।

বিমান সিলেট অফিসের ইনচার্জ(রিজার্ভেশন এন্ড সেলস) শাহনেওয়াজ মজুমদার জানান, ঢাকা ও সিলেটে দুর্যেোগপূর্ণ আবহাওয়ার কারণে বিমানটি দুই ঘন্টা বিলম্বে দুবাইর উদ্দেশ্যে ছেড়ে যায়।

(যদিও এর আগে ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি ১৪০ জন যাত্রী নিয়ে ওসমানীর রানওয়ে স্পর্শ করেছিল ফ্লাই দুবাই’র একটি উড়োজাহাজ। এ সময় প্রথা অনুযায়ী বিমানটিকে পানি ছিটিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর ১৬৯ জন যাত্রী নিয়ে বিমানটি ফিরতি ফ্লাইট হিসাবে দুবাইর উদ্দেশ্যে সিলেট ছেড়ে যায়।

এদিকে, বিমানের সিলেট-দুবাই সরাসরি ফ্লাইট চালু উপলক্ষে সোমবার বিকাল ৫টায় ওসমানী বিমানবন্দরে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- বিমানের সিলেট অফিসের ভারপ্রাপ্ত জেলা ব্যবস্থাপক মো: আলী আকবর হাওলাদার, সিলেট এয়ারপোর্ট ম্যানেজার হাফিজ উদ্দিন আহমদ, আটাব-এর প্রতিনিধি আব্দুল জব্বার জলিল ও জহিরুল কবির চৌধুরী শীরু প্রমুখ। দোয়া মাহফিল শেষে যাত্রীদের হাতে কিছু উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

বিমানের সিলেট অফিসের ইনচার্জ (রিজার্ভেশন এন্ড সেলস) শাহনেওয়াজ মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে সপ্তাহের শুক্র ও সোমবার দুটি ফ্লাইট দুবাই’র উদ্দেশ্যে ছেড়ে যাবে। পর্যায়ক্রমে পরিস্থিতি বিবেচনায় ফ্লাইটের সংখ্যা আরো বাড়ানো হতে পারে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট