সরকারের দক্ষ নেতৃত্বের কারণে শিক্ষার হার বেড়েছে : সিলেটে অর্থমন্ত্রী

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, মার্চ ২০, ২০১৮

সরকারের দক্ষ নেতৃত্বের কারণে শিক্ষার হার বেড়েছে : সিলেটে অর্থমন্ত্রী

Manual3 Ad Code

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের দক্ষ নেতৃত্বের কারণে দেশে দারিদ্রতার হার কমেছে এবং বেড়েছে শিক্ষার হার।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী উন্নয়ন করেছে; যা অতীতের কোন সরকার করতে পারেনি। একই সাথে দেশ এখন মধ্যম আয়ের দেশেও পরিণত হয়েছে।’

মঙ্গলবার সিলেটের মদনমোহন কলেজ ক্যাম্পাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন প্লাটিনাম জুবিলি উৎসবের যুগপৎ স্মৃতিস্মারক ‘উজ্জীবন প্লাটিনাম জুবিলি চত্বর’ ভিত্তিফলক উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মদনমোহন কলেজ সিলেটের অধ্যক্ষ অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি ক

Manual2 Ad Code

র্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, কলেজ গভর্নিং বডির সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কলেজ গভর্নিং বডির সদস্য ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আশফাক আহমদ, কলেজ গভর্নিং বডির সদস্য বিজিত চৌধুরী, দাতা সদস্য সুখেন্দু বিকাশ দাশ।

কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক হুসনে আরা কামালীর পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ (একাডেমিক) অধ্যাপক মো. রফিকুল ইসলাম।

Manual2 Ad Code

অনুষ্ঠানের শুরুতে ক্যাম্পাসে ‘ধরণিকন্যার’ আগমন স্মৃতির উল্লেখযোগ্য সংখ্যক স্থিরচিত্র প্রদর্শন করা হয়। এসময় অর্থমন্ত্রী স্থিরচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন এবং ‘উজ্জীবন মদনমোহন কলেজ প্লাটিনাম জুবিলি চত্বর’ ভিত্তিফলক উন্মোচন করেন। অনুষ্ঠানে ‘স্মৃতির ঝরণার কলতান’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।

Manual7 Ad Code

অনুষ্ঠানে সিলেটের প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual7 Ad Code