গোলাপগঞ্জে অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০১৮

গোলাপগঞ্জে অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

গোলাপগঞ্জে গ্যাস রাইজার থেকে সৃষ্ট অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শনে গেছেন সিলেটের পুলিশ সুপার মো: মনিরুজ্জামান। রোববার সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ সুপার ঘটনাস্থলে যান। তিনি ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি স্থানীয় লোকজন এবং উদ্ধারকারীদের সাথেও কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজ নাজমুল ইসলাম, ওসি একেএম ফজলুল হক শিবলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, উপজেলার লক্ষনাবন্দ গ্রামে শনিবার দিবাগত রাত ৩টায় বজ্রপাতের ফলে গ্যাস রাইজার থেকে সৃষ্ট আগুনে মা-ছেলেসহ ৫ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুজন গর্ভবর্তী মহিলাও রয়েছেন। এ ঘটনায় আরো দুজন অগ্নিদগ্ধ হয়েছে। শনিবার দিবাগত রাত রাত ৩টার দিকে স্থানীয় ক্লাব বাজারের লয়লু মিয়ার কলোনিতে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট