এবার ‘কিরণমালা’ কেড়ে নিল ভাই-বোনের প্রাণ

প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ণ, আগস্ট ২১, ২০১৬

Manual3 Ad Code

বাড়ির সবাই ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসায় কিরণমালা দেখায় মগ্ন আর সেই ফাঁকে পানিতে ডুবে মারা গেছে দুই শিশু।
নিহতরা হলো, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আসাদুর রহমান আসাদ (৬) ও মনিরা খাতুন (৪)।
আসাদ একই উপজেলার আবদুস সবুর মোল্লার ছেলে এবং মনিরা সবুরের ভাই মোমিন মোল্লার মেয়ে। তারা চাচাতো ভাই-বোন। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার আটুলিয়া ইউনিয়নের বাদুড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

Manual3 Ad Code

শ্যামনগর থানার ওসি এনামুল হক জানান, শিশু দুটি বাড়ির পাশে পুকুর পাড়ে খেলার সময় পানিতে পড়ে যায়। অনেকক্ষণ তারা নিখোঁজ থাকার পর তাদের মরদেহ পানিতে ভাসতে দেখে গ্রামবাসী উদ্ধার করে।

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার হবিগঞ্জে কিরণমালা দেখা নিয়ে সংঘর্ষে প্রায় শতাধিক ব্যক্তি আহত হন।

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code