শহীদ জিয়া স্মৃতি পরিষদ’র ১ম ব্যাডমিন্টন প্রতিযোগিতা সম্পন্ন

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০১৮

শহীদ জিয়া স্মৃতি পরিষদ’র ১ম ব্যাডমিন্টন প্রতিযোগিতা সম্পন্ন

শহীদ জিয়া স্মৃতি পরিষদ, কাজীটুলার উদ্যোগে ১ম ব্যাডমিন্টন প্রতিযোগিতা সম্পন্ন। শুক্রবার রাতে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে মাসব্যাপী এ প্রতিযোগিতা সম্মন্ন হয়। প্রতিযোগিতায় সিলেটে সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ডের শুভকিং জুটি চ্যাম্পিয়ন এবং টুকেরবাজারের মাহদী জুটি রানারআপ হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।
১৭নং ওয়ার্ড বিএনপির উপদেষ্টা বাবুল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর হুমায়ূন কবির শাহীন, ১৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নূরুল মোমিন খোকন, জেলা বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক মো. আব্দুল মালেক, ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন সজীব। অনুষ্ঠান পরিচালনা করেন রুহল আমিন ও গিয়াস আহমদ।
এতে আরো বক্তব্য রাখেন ১৭নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আমির হোসেন, ফয়েজ আহমদ, মোমিন আহমদ, শামীম, দেলু মিয়া, বাচ্চু, আমিনুর, রাহি, সোহাগ, মুমিনুল, মোশাহিদ, ইমন, পারভেজ, নাঈম, জোসেফ, নাসিম প্রমুখ। ১৬ ফেব্রুয়ারি শুরু হওয়া এ প্রতিযোগিতায় ৪৭টি জুটি অংশ নেয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট