বিশ্বনাথে সিলেট সরকারি কলেজ শিবিরের সাবেক সভাপতি গ্রেফতার

প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০১৮

বিশ্বনাথে সিলেট সরকারি কলেজ শিবিরের সাবেক সভাপতি গ্রেফতার

বিশ্বনাথ থানা পুলিশের হাতে একাধিক মামলার পলাতক আসামি সিলেট সরকারি কলেজে ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বর্তমান সিলেট মহানগর ছাত্রশিবিরের সাহিত্য বিষয়ক সম্পাদক মামুন হোসাইন (৩০) গ্রেফতার হয়েছেন। তিনি বিশ্বনাথ উপজেলার মির্জারগাঁও গ্রামের আকমল হোসাইনের পুত্র। শুক্রবার সন্ধ্যায় তাকে সিলেট নগরী থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. শামসুদ্দোহা পিপিএম।
থানা পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এএসআই কামরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট নগরীতে অভিযান চালিয়ে শিবির নেতা মামুনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শিবির নেতার বিরুদ্ধে সিলেট এয়ারপোর্ট থানায় মামলা রয়েছে। এছাড়া রাজধানী ঢাকা উত্তর পশ্চিম থানায় ও সিলেটের দক্ষিণ সুরমা থানায় তার বিরুদ্ধে আরো দুটি মামলা রয়েছে। এসব মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট