সিলেটে চলছে নারী উন্নয়ন মেলা

প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, মার্চ ৮, ২০১৮

সিলেটে চলছে নারী উন্নয়ন মেলা

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিলেট জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে নারী উন্নয়ন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮মার্চ) নগরীর জেল রোডস্থ কার্যালয়ে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. নাজমুন আরা খানুম।

উদ্বোধন শেষে অনুষ্ঠিত আলোচনায় সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. নাজমুন আরা খানুম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক নুমেরি জামান।

অনুষ্ঠানে বক্তারা নারী উন্নয়ন মেলায় অংশগ্রহনকারীদের ব্যাপক প্রশংসা করেন। তারা নানা প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে যাওয়া সিলেটের মহিলাদের ধন্যবাদ জানান। তারা মহিলা বিষয়ক কার্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট