শোক দিবসের আলোচনায় ছাত্রলীগের সংঘর্ষ

প্রকাশিত: ৩:০৩ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০১৬

লক্ষ্মীপুর : জেলার রামগঞ্জে জাতীয় শোক দিবসের আলোচনা সভা চলাকালে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাত্রলীগের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন

সোমবার সন্ধ্যার দিকে শহরের জননী বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন, সন্ধ্যার দিকে শহরের জননী বাস টার্মিনালে উপজেলা ও পৌর আওয়ামী লীগ জাতীয় শোক দিবসের আলোচনা সভার আয়োজন করে। এ সময় সভাস্থলের বাইরে কথা কাটাকাটির জের ধরে উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ও সাধারণ সম্পাদক মেহেদি হাসানের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়।

এ ব্যাপারে রামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া সাংবাদিকদের বলেন, সভাস্থলে ও এর আশপাশে আগে থেকে পুলিশ মোতায়েন ছিল। তাই সংঘর্ষ হলেও পুলিশ তাৎক্ষণিকভাবে তা নিয়ন্ত্রণ করে। ফলে সংঘর্ষের ঘটনাটি বড় আকার ধারণ করতে পারেনি।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট