বেসিসে মোস্তাফা জব্বারকে সংবর্ধনা

প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০১৮

বেসিসে মোস্তাফা জব্বারকে সংবর্ধনা

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তথ্যপ্রযুক্তি ব্যক্তিত্ব ও বেসিস সভাপতি মোস্তাফা জব্বার সরকারের মন্ত্রী হিসেবে আজ শপথ নিতে যাচ্ছেন ।

সন্ধ্যা সাড়ে ছয়টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের উপস্থিতিতে বেসিস সভাপতি মোস্তাফা জব্বারের মাননীয় মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের কথা রয়েছে।

এ উপলক্ষে তাকে বরণ করে নিতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। আজ বেলা ৩ টায় বেসিস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে সংবর্ধনা অনুষ্ঠান।

অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি রাসেলটি আহমেদ ও প্রাক্তন সভাপতিবৃন্দ। অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন বেসিসের কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, প্রাক্তন সভাপতি ও মহাসচিবগণ।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট