১৫ বছর পর বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০১৭

১৫ বছর পর বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন

Manual3 Ad Code

বালাগঞ্জ থেকে সংবাদদাতা : অবশেষে ১৫ বছর পর বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি গঠিত হয়েছে। আব্দুর রকিব জুয়েলকে সভাপতি ও রুবেল আহমদকে সাধারণ সম্পাদক করে ৪ সদস্যের ১ বছর মেয়াদি কমিটি অনুমোদন দেন সিলেট জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ।

Manual2 Ad Code

বৃহস্পতিবার (২৭ জুলাই) জেলা ছাত্রলীগ সভাপতি শাহরিয়ার আলম সামাদ ও সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরীর স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়। কমিটির অন্য দুইজন হলেন, সহ-সভাপতি জুয়েল আহমদ, সহ-সাধারণ সম্পাদক সাইফুর রহমান বেলাল।

Manual7 Ad Code

২০০২ সালে নতুন কমিটি গঠন হওয়ার পর বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের আর সম্মেলন হয়নি। গত ১৯ জুলাই সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ ও সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও নতুন নেতৃত্ব সৃষ্টি করার লক্ষে বালাগঞ্জ উপজেলা ও বালাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

পাশাপাশি নতুন কমিটিতে আগ্রহী সভাপতি/ সম্পাদকদের ২৫ জুলাইয়ের মধ্যে জেলা ছাত্রলীগের দপ্তর শাখার সেলে পূর্ণ জীবন বৃত্তান্তসহ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ১ কপি পাসপোট সাইজের ছবি ও এসএসসি সনদের ফটোকপি দেওয়ার জন্য বলা হয়। কেন্দ্রের নির্দেশ অনুযায়ী বালাগঞ্জে উপজেলা ছাত্রলীগের সেক্রেটারি, বালাগঞ্জ ডিগ্রি কলেজের সেক্রেটারিসহ ১৬ জনের পদত্যাগ করেন গত ১৫ জুলাই।

Manual2 Ad Code

পদত্যাগকারীরা হলেন- সহ-সভাপতি জালাল আহমদ খালিছদার, মোঃ ইস্রাফিল, সাধারণ সম্পাদক তুহিন মনসুর, যুগ্ম সাধারণ সম্পাদক ম.আ মুকিত, দপ্তর সম্পাদক মইনুল ইসলাম, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক লিটন দাস লিকন, ক্রীড়া সম্পাদক কামরুজ্জামান সেলিম, তথ্যও প্রযুক্তি সম্পাদক আব্দুল মান্নান, স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক এস এম তুরন, সহ সম্পাদক মিজানুর রহমান লেচু, মোঃ মোশাহিদ আলী, সদস্য মনীষ চক্রবর্ত্তী, দীপক যাদব টিপু, সামছুল হক হাসান ও লিকসন ধর। বালাগঞ্জ ডিগ্রি কলেজের সাধারণ সম্পাদক নয়ন তালুকদার।

Manual7 Ad Code

এদিকে বালাগঞ্জ ছাত্রলীগের নেতাকর্মীদের অনেকেই মনে করছেন- নতুন কমিটির মাধ্যমে ছাত্রলীগ বালাগঞ্জ উপজেলায় আরো সুসংগঠিত হবে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code