শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৬

শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

Manual4 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শনিবার (৩১ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৯টায় তা নেমে আসে ৯.৬ ডিগ্রিতে।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মুজিবুর রহমান জানান, শনিবার দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলেই রেকর্ড করা হয়েছে।

তিনি আরও বলেন, গত ৮ জানুয়ারি এখানে সর্বনিম্ন ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল।

Manual4 Ad Code

গত কয়েক দিন ধরে শ্রীমঙ্গলসহ মৌলভীবাজার জেলায় ঘন কুয়াশা বিরাজ করছে। প্রতিদিনই তাপমাত্রা আরও নিচের দিকে নামছে। তীব্র শীতে বিপাকে পড়েছেন চা বাগান ও বস্তি এলাকার নিম্ন আয়ের মানুষজন। শীতবস্ত্রের অভাবে অনেকেই সকালে গাছের পাতা ও খড়কুটো জ্বালিয়ে আগুন পোহানোর মাধ্যমে শীত নিবারণের চেষ্টা করছেন। সন্ধ্যা নামলেই মানুষ ঘরে ফিরছেন।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন তাপমাত্রা ওঠানামা করতে পারে। তবে শীতের তীব্রতা আপাতত কমার সম্ভাবনা নেই।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আর্কাইভ সূত্রে জানা যায়, ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ১৯৬৬ সালের ২৯ জানুয়ারি দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

Manual4 Ad Code

এদিকে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত দুই হাজার পিস কম্বল বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।

Manual7 Ad Code


 

Manual5 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code