কুলাউড়ায় শহীদ ওসমান হাদী ক্রিকেট টূর্নামেন্টের পুরস্কার বিতরণ

প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৬

কুলাউড়ায় শহীদ ওসমান হাদী ক্রিকেট টূর্নামেন্টের পুরস্কার বিতরণ

Manual7 Ad Code

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, শহীদ শরীফ ওসমান বিন হাদী ছিলেন আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের সাহসী সৈনিক। সে আমৃত্যু সমাজে ইনসাফ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালিয়ে গেছে। ইসলামী সাহিত্য ও সংস্কৃতির বিকাশ ছিল শহীদ হাদির অন্যতম মিশন। প্রকাশ্য দিবালোকে তাকে শহীদ করার মাধ্যমে একটি সম্ভাবনাকে হত্যা করা হয়েছে। শহীদ হাদির দেখানো ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলনে যুব সমাজকে নেতৃত্ব দিতে হবে। হাদীকে জনতার মাঝে চির স্মরনীয় রাখতে ক্রীড়া প্রতিযোগিতা একটি ভালো উদ্যোগ। এর ধারা অব্যাহত রাখতে হবে।

Manual1 Ad Code

তিনি শুক্রবার (৩০ জানুয়ারী) কুলাউড়া উপজেলার ভাটেরায় শহীদ ওসমান হাদী ক্রিকেট টূর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

আব্দুল লতিফ মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।

Manual5 Ad Code

বক্তব্য রাখেন- মৌলভীবাজার পৌরসভা জামায়াতের আমীর তাজুল ইসলাম ও ভাটেরা ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আব্দুল করিম মেম্বার প্রমূখ।

Manual4 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম আরো বলেন- মৌলভীবাজার-২ আসনের কাংখিত উন্নয়ন নিশ্চিত করতে আগামী নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থী ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে নির্বাচিত করুন। রাষ্ট্র ও সরকারের সকল স্তরে জবাবদিহীতা নিশ্চিত ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় ১১ দলীয় জোটকে বিজয়ী করে ক্ষমতায় পাঠানোর দাবিতে যুব সমাজকে স্বোচ্চার হতে হবে।

Manual7 Ad Code


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code