ইরানে ভবনে ভয়াবহ বিস্ফোরণ

প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৬

ইরানে ভবনে ভয়াবহ বিস্ফোরণ

Manual6 Ad Code

ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর বন্দর আব্বাসের একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (৩১ জানুয়ারি) ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, বন্দর আব্বাসের মোয়াল্লেম বুলেভার্ড এলাকায় অবস্থিত একটি আটতলা ভবনে এই বিস্ফোরণ ঘটে। এতে ভবনের অন্তত দুটি তলা ধ্বংস হয়ে গেছে। পাশাপাশি আশপাশের কয়েকটি যানবাহন ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

Manual4 Ad Code

ইরানের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে দেশটির উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছান। তারা ধ্বংসস্তূপে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

এদিকে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর এক কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে- সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্য সম্পূর্ণ মিথ্যা।

Manual2 Ad Code

উল্লেখ্য, ইরানের সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভ দমনে দমন-পীড়নের অভিযোগে গত কয়েকদিন ধরে দেশটির ক্ষমতাসীন শাসকগোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযানের হুমকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের আশপাশে ব্যাপক সামরিক উপস্থিতি জোরদার করেছে মার্কিন বাহিনী।

Manual4 Ad Code

এই প্রেক্ষাপটেই শনিবার বন্দর আব্বাস শহরে ভবনে বিস্ফোরণের ঘটনাটি ঘটায় বিষয়টি ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।


 

Manual8 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code