কানাইঘাটে ২৫টি পাওয়ার জেল ও ২৭টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৬

কানাইঘাটে ২৫টি পাওয়ার জেল ও ২৭টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার

Manual4 Ad Code

সিলেটের কানাইঘাট উপজেলায় পরিত্যক্ত একটি ভবন থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক সামগ্রী উদ্ধার করেছে র‍্যাব-৯। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে দিঘিরপাড় ইউনিয়নের পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

র‍্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটের দিকে জানতে পারে, সিলেট জেলার কানাইঘাট থানাধীন দিঘিরপাড় ইউনিয়নের কুয়োরের মাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত তিনতলা ভবনের আশপাশে বিস্ফোরক দ্রব্য থাকতে পারে।

Manual7 Ad Code

এ তথ্যের ভিত্তিতে র‍্যাবের আভিযানিক দল রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ভবনটিতে ব্যাপক তল্লাশি চালায়। তল্লাশির একপর্যায়ে পরিত্যক্ত তিনতলা ভবনের ভেতর থেকে পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ২৫টি পাওয়ার জেল ও ২৭টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়।

Manual6 Ad Code

র‍্যাব জানায়, উদ্ধারকৃত পাওয়ার জেল ও ইলেকট্রিক ডেটোনেটর উচ্চমাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। তবে এসব বিস্ফোরক সামগ্রীর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে তাৎক্ষণিকভাবে শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনায় র‍্যাব-৯ এর পক্ষ থেকে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত পাওয়ার জেল ও ইলেকট্রিক ডেটোনেটর নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সেখানে রাখা হতে পারে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত পাওয়ার জেল ও ইলেকট্রিক ডেটোনেটরগুলো জব্দ করে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual3 Ad Code

এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।


 

Manual1 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual7 Ad Code