১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৬
যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে তীব্র কর্মী সংকট মোকাবিলায় ২০২৬ অর্থবছরে বড় ধরণের পদক্ষেপ নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। দেশটির ফেডারেল রেজিস্টার নোটিশ অনুযায়ী, নিয়মিত ভিসার অতিরিক্ত আরও প্রায় ৬৪ হাজার ৭১৬টি ‘এইচ-২বি মৌসুমি অতিথি শ্রমিক’ ভিসা দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। খবর রয়টার্সের।
স্থানীয় সময় শুক্রবার (৩০ জানুয়ারি) প্রকাশিত এই নোটিশে জানানো হয় , দেশীয় শ্রমিক সংকটের কারণে যেসব মার্কিন নিয়োগকর্তা বড় ধরণের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন, মূলত তাদের কথা বিবেচনা করেই এই অতিরিক্ত ভিসার অনুমোদন দেওয়া হয়েছে। এই ঘোষণার ফলে প্রতি বছর নির্দিষ্ট ৬৬ হাজার ভিসার সংখ্যা এক লাফে প্রায় দ্বিগুণে পৌঁছাল।
নতুন এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের নির্মাণ শিল্প, হোটেল-রেস্তোরাঁ, ল্যান্ডস্কেপিং এবং সি-ফুড প্রক্রিয়াজাতকরণ খাতের মতো শ্রমনির্ভর মৌসুমি শিল্পগুলো দারুণভাবে উপকৃত হবে বলে ধারণা করা হচ্ছে। মূলত এসব খাতে দক্ষ স্থানীয় কর্মীর অভাবে মালিকপক্ষ দীর্ঘদিন ধরে বিদেশে থেকে শ্রমিক আনার দাবি জানিয়ে আসছিলেন।
ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেও, বৈধ পথে কর্মসংস্থানের মাধ্যমে দেশের অর্থনীতি চাঙ্গা রাখতে এই নমনীয়তা প্রদর্শন করেছেন। অতীতে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলেও শ্রমঘাটতি কমাতে একইভাবে এইচ-২বি ভিসার সংখ্যা বাড়ানো হয়েছিল।
তবে সরকারের এই সিদ্ধান্তের বিপরীতে কিছু সমালোচনাও তৈরি হয়েছে। বিশেষ করে অভিবাসন কমানোর পক্ষে থাকা গোষ্ঠীগুলো বলছে, বিপুল সংখ্যক বিদেশি শ্রমিক আনা হলে মার্কিন নাগরিকদের মজুরি কমে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।
তবে পেন্টাগন ও শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, দেশের উন্নয়ন প্রকল্প ও পর্যটন খাত সচল রাখতে এই মুহূর্তেই বিদেশি শ্রমিকের বিকল্প নেই। ফেডারেল রেজিস্টারের তথ্যানুযায়ী, অতিরিক্ত এইচ-২বি ভিসা কার্যকর করার এই বিশেষ বিধিমালা আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে প্রকাশ করা হবে এবং এর পরপরই আবেদনের প্রক্রিয়া শুরু হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D