জৈন্তাপুরে সারীনদীতে ডুবে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৬

জৈন্তাপুরে সারীনদীতে ডুবে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

Manual6 Ad Code

সিলেটের জৈন্তাপুর উপজেলার নীল নদ খ্যাত সারী নদীতে গোসলে নেমে চোরাবালিতে আটকা পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত যুবক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী ছিলেন।

Manual6 Ad Code

এলাকাবাসী সূত্রে জানা যায়, ৩০ জানুয়ারী শুক্রবার দুপুর ১টার দিকে এলাকায় গোসলে নামেন শাবিপ্রবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০২২-২০২৩ সেশনের শিক্ষার্থী মো. মুসআব আমীন। গোসলের এক পর্যায়ে তিনি নদীর চোরাবালিতে তলিয়ে যান এবং নিখোঁজ হন।

Manual5 Ad Code

খবর পেয়ে জৈন্তাপুর উপজেলার ফায়ার সার্ভিস ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের দুটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌছে তল্লাসী অভিযান পরিচালনা করে বিকাল ৪টার দিকে নিখোঁজ ছাত্রের নিথর দেহ উদ্ধার করেন।

নিহত ছাত্র মো: মুসআব আমীন (২৮) গাজীপুর জেলার কালিয়াকর উপজেলার সকিপুর গ্রামের মো: শহিদুর রহমান এর ছেলে ও শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২০২৩ সেশনের ছাত্র বলে জানা যায়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহবুবুর রহমান মোল্লা জানান, সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌছে দীর্ঘ তিন ঘন্টা তল্লাসী করে নিখোঁজ ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়। আমরা সুরতহাল প্রস্তুত পূর্বক মৃতদেহটি সিলেট ওসমানি মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করেছি।

Manual3 Ad Code

উল্লেখ্য, মুসাব আমীন শাকসু (হল সংসদ) নির্বাচনে সৈয়দ মুজতবা আলী হল সংসদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে সহপাঠী, বন্ধু ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।

Manual6 Ad Code


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual7 Ad Code