গোলাপগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৬

গোলাপগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

Manual3 Ad Code

সিলেটের গোলাপগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহি এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে সরকারি এমসি একাডেমির সামনে এ দুর্ঘটনা ঘটে।

Manual8 Ad Code

নিহত শানাজ আহমদ (২৫) বিশ্বনাথ উপজেলার শ্রীপুর রামপাশা গ্রামের মখন মিয়ার ছেলে। তিনি সিলেট নগরীর একটি পোল্ট্রি ফার্মের গাড়ি চালক।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সিলেট থেকে সহকর্মীদের সাথে দাওয়াত খেতে গোলাপগঞ্জ পৌর এলাকার ফুলবাড়ি পূর্বপাড়া গ্রামে যান নিহত যুবক। দাওয়াত খেয়ে অন্য আরেকজনের মোটরসাইকেল নিয়ে গোলাপগঞ্জ পৌর শহরের উদ্দেশ্যে রওয়ানা হন তিনি। সরকারি এমসি একাডেমির সামনে পৌঁছামাত্র মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তিনি। এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাকার নিচে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

Manual3 Ad Code

খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে সুরতহাল শেষে মরদেহ গোলাপগঞ্জ মডেল থানায় নিয়ে যায় পুলিশ।

গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক অনুপম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ থানায় আনা হয়েছে।

Manual1 Ad Code


 

Manual7 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual8 Ad Code