সুনামগঞ্জে ভারতীয় কয়লার চালান জব্দ, ৯ জনের নামে মামলা

প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৬

সুনামগঞ্জে ভারতীয় কয়লার চালান জব্দ, ৯ জনের নামে মামলা

Manual1 Ad Code

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও শুল্ক স্টেশনকে ঘিরে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে ফের চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা কয়লার চালান জব্দের ঘটনায় পেশাদার ৯ চোরাকারবারির নামে তাহিরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে পুলিশ হেডকোয়ার্টার্সের দায়িত্বশীল অফিসার ওই মামলা দায়েরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

মামলার আসামিরা হলেন- তাহিরপুরের সীমান্তবর্তী চারাগাঁও শুল্ক স্টেশন সংলগ্ন সীমান্ত গ্রাম চারাগাঁওয়ের মোকতার হোসেন, আকতার হোসেন, নবী হোসেন ওরফে নবু, আনোয়ার হোসেন ফরিদ, আজিজুর ইসলাম ওরফে আজিজুল ইসলামসহ অজ্ঞাতনামা ২-৩ জন।

Manual3 Ad Code

মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোররাতে উপজেলার সীমান্তবর্তী চারাগাঁও স্থল শুল্ক স্টেশনের চারাগাঁও সীমান্ত গ্রাম এলাকায় ফরিদ ডাকাত ও তার দুই ভাইপো আকতার, মোকতারের বসতবাড়িতে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা একটি কয়লার চালান মজুত করে সরিয়ে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন করে চোরাকারবারিরা।

Manual1 Ad Code

বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসার পর তাহিরপুর থানার সীমান্তবর্তী ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের সদস্যরা বৃহস্পতিবার ভোররাতে সীমান্তের ওই চোরাকারবারিদের বসতবাড়িতে অভিযান চালিয়ে হ্যান্ড ট্রলিবোঝাই ২ হাজার ২শ কেজি ভারতীয় খনিজ কয়লা জব্দ করে। জব্দকৃত কয়লা ও ট্রলির মূল্য প্রায় ১ লাখ ১৩ হাজার টাকা। এরপর বৃহস্পতিবার রাতে থানার ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাদী হয়ে পালিয়ে যাওয়া ৯ চোরাকারবারি নামে থানায় মামলা দায়ের করেন।

সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাবিকুল হাসান রাসেল জানান, সীমান্তে সব ধরনের চোরাচালান ও অপতৎপরতা প্রতিরোধে জেলা পুলিশের সব ইউনিটকে নির্দেশনা দেওয়া হয়েছে।


 

Manual3 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual8 Ad Code