সুনামগঞ্জে জামায়াত প্রার্থীর প্রচার গাড়িতে হামলা, আহত ১

প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৬

সুনামগঞ্জে জামায়াত প্রার্থীর প্রচার গাড়িতে হামলা, আহত ১

Manual8 Ad Code

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের প্রচার গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের কাদিরপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

Manual5 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শিশির মনিরের প্রচার গাড়ি তাড়ল ইউনিয়নের ধল বাজারে যায়। সেখানে প্রচার কার্যক্রম শেষ করে রাতে দিরাইয়ের দিকে ফেরার পথে কাদিরপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলযোগে আসা কয়েকজন দুর্বৃত্ত প্রচার গাড়িকে লক্ষ্য করে ঢিল ছোড়ে। এতে গাড়িটির সামনের গ্লাস ভেঙে যায়।

Manual4 Ad Code

এ সময় গাড়িতে থাকা একজন আহত হন। পরে তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

Manual5 Ad Code

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, হামলার ঘটনায় একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


 

Manual3 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code