জনমনে শান্তি ফিরিয়ে আনতে বিএনপির বিকল্প নেই : আরিফুল হক চৌধুরী

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৬

জনমনে শান্তি ফিরিয়ে আনতে বিএনপির বিকল্প নেই : আরিফুল হক চৌধুরী

Manual3 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে বিএনপি মনোনীত ঐক্যজোটের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশের চলমান সংকট নিরসন, জনমনে শান্তি ফিরিয়ে আনতে বিএনপির বিকল্প নেই।

Manual2 Ad Code

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া- শহীদ জিয়ার আদর্শ ও  তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বাংলাদেশ প্রকৃত শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। দেশে ন্যায়বিচার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচারহীনতার সংস্কৃতি দূর করে সকল ধর্ম-বর্ণ, শ্রেণী-পেশার মানুষের জন্য নিরাপদ-ভয়হীন সমাজ বির্নিমাণ করতে চায় বিএনপি।

Manual7 Ad Code

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) নির্বাচনী এলাকার গোয়াইনঘাট  উপজেলার ২নং পশ্চিম জাফলং ও সদর ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় সমাবেশ, পথসভা ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

Manual4 Ad Code

নির্বাচনী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, অবহেলিত জনপদগুলোর উন্নয়নে বিএনপি সবসময়ই আন্তরিক ছিল এবং ভবিষ্যতেও মেগা প্রকল্পগুলোর মাধ্যমে এই অঞ্চলকে বদলে দেওয়া হবে। জনগণ পরিবর্তনের অপেক্ষায়। শান্তিপ্রিয় মানুষ আর সংঘাত চায় না, তারা চায় উন্নয়ন ও নিরাপত্তা। বিএনপি সেই প্রত্যাশা পূরণে শতভাগ অঙ্গীকারবদ্ধ। দীর্ঘ ১৮ বছর পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে মানুষ। পালিয়ে যাওয়া ফ্যাসিস্টদের কারণে মানুষ ভোট দিতে ভূলে গিয়েছে। এবার ভোট প্রদানের সুবর্ণ সুযোগ পেয়েছেন সর্বস্তরের মানুষ। নিরাপত্তা দিয়ে কেন্দ্রে আনা, সুন্দর পরিবেশ নিশ্চিন্ত করা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নৈতিক দায়িত্ব। সমাবেশ, পথসভা ও গণসংযোগে প্রার্থীর সঙ্গে ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, সিলেট জেলা বিএনপির জেলা উপদেষ্টা আব্দুস শুকুর, লুৎফুল হক খোকন, তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ফয়েজ আহমদ দৌলত, সিলেট জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ ও উপজেলা পরিষদের সাবেক সম্পাদক শাহ আলম স্বপন, যুবদলের আহবায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, সিলেট জেলা তাঁতী দলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল, সদস্য মিজানুর রহমান ভূইয়া, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন,  যুক্তরাজ্য বিএনপি নেতা শেখ মো: দিলওয়ার হোসেন, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মদরিছ আলী, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম,  ডৌবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল, তোয়াকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালেদ আহমদ, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল মন্নান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহমদ হোসেন জামাল, যুগ্ম আহবায়ক হাবিব আহমদ, শ্রমিক দলের সভাপতি আমির উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহেদ আহমদ।  এছাড়া, আরও উপস্থিত ছিলেন, উপজেলা ও ইউনিয়ন শাখা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীর।


Manual1 Ad Code
Manual3 Ad Code