১৪ বছর পর ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৬

১৪ বছর পর ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু

Manual1 Ad Code

দীর্ঘ ১৪ বছর পর ঢাকা-করাচি-ঢাকা রুটের প্রথম ফ্লাইটে ১৫০ যাত্রী নিয়ে সরাসরি ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৮টায় ঢাকা থেকে বিমানের প্রথম ফ্লাইট বিজি-৩৪১ করাচির উদ্দেশে যাত্রা শুরু করে।

এ উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ বশিরউদ্দীন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

Manual4 Ad Code

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমান। এ ছাড়া মন্ত্রণালয়, বিমান, সিভিল এভিয়েশন ও অন্যান্য সংস্থার কর্মকর্তাবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

বিমানের প্রথম ফ্লাইট করাচিতে পৌঁছাবে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১টায়।

Manual7 Ad Code

ফিরতি ফ্লাইট বিজি-৩৪২ করাচি থেকে আজ রাত ১২টা ১ মিনিটে যাত্রা করে ঢাকায় পৌঁছাবে শুক্রবার (৩০ জানুয়ারি) ভোররাত ৪টা ২০ মিনিটে।

২৯ জানুয়ারি থেকে শীতকালীন সূচি অনুযায়ী প্রতি বৃহস্পতিবার ও শনিবার ঢাকা থেকে স্থানীয় সময় রাত ৮টায় যাত্রা করে করাচিতে পৌঁছাবে রাত ১১টায় এবং করাচি থেকে স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে যাত্রা করে ঢাকায় পৌঁছাবে ভোররাত ৪টা ২০ মিনিটে।

এই রুটটি চালুর মধ্য দিয়ে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি যোগাযোগ স্থাপিত হলো।

উল্লেখ্য, ২০১২ সালে ঢাকা–করাচি রুটে বিমান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ২০২৪ সালে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর আবারও এ রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা নেওয়া হয়।

বিমান কর্তৃপক্ষ আশা করছে, এই রুট চালুর মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য, পর্যটন ও জনগণের যোগাযোগ আরও জোরদার হবে।


 

Manual8 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code