অস্ত্রের খোঁজ দিলে পুরস্কার : গুলি ৫শ, পিস্তল ৫০ হাজার

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৬

অস্ত্রের খোঁজ দিলে পুরস্কার : গুলি ৫শ, পিস্তল ৫০ হাজার

Manual4 Ad Code

সারাদেশে লুণ্ঠিত পুলিশের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার কার্যক্রম জোরদার করতে আর্থিক পুরস্কার ঘোষণা করেছে সরকার।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশের লুণ্ঠিত বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদের সঠিক সন্ধান দিতে পারলে প্রকৃত তথ্যদাতাকে নির্ধারিত পুরস্কার প্রদান করা হবে।

Manual8 Ad Code

বাংলাদেশ পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লুণ্ঠিত পিস্তল ও শটগান উদ্ধারে তথ্য দিলে ৫০ হাজার টাকা, চায়না রাইফেলের ক্ষেত্রে এক লাখ টাকা, এসএমজির জন্য দেড় লাখ টাকা এবং এলএমজি উদ্ধারে পাঁচ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। এছাড়া প্রতি রাউন্ড গুলির তথ্যের জন্য ৫০০ টাকা পুরস্কার নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে যাদের কাছে নির্ভরযোগ্য তথ্য রয়েছে, তাদের নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

Manual3 Ad Code

বাংলাদেশ পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধভাবে ছড়িয়ে পড়া অস্ত্র ও গোলাবারুদ দ্রুত উদ্ধারের লক্ষ্যেই এই পুরস্কার ঘোষণা করা হয়েছে।

Manual5 Ad Code


 

Manual2 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code