ভারতীয় পর্যটকদের ভিসা বন্ধ করল বাংলাদেশ

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৬

ভারতীয় পর্যটকদের ভিসা বন্ধ করল বাংলাদেশ

Manual8 Ad Code

দিল্লি, আগরতলা ও শিলিগুড়ির ভিসা সেন্টার বন্ধের পর এবার কলকাতায় বাংলাদেশের ভিসা সেন্টার থেকে সেবা সীমিত করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) থেকে কলকাতায় অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ভারতীয় নাগরিকদের জন্য বিজনেস ও এমপ্লয়মেন্ট ভিসা ছাড়া অন্যান্য ভিসা সেবা প্রদান বন্ধ রেখেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Manual6 Ad Code

সূত্রগুলো জানিয়েছে, নিরাপত্তাজনিত বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবগত নন বলে বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছেন।

ওই সূত্র অনুযায়ী, আগামী এক থেকে দুই মাসের মধ্যে ভারতীয় পর্যটকদের জন্য বাংলাদেশে আসার ভিসা পাওয়া অনিশ্চিত। ফলে দুই দেশের মধ্যে পর্যটক যাতায়াতে প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে দিল্লি, আগরতলা ও শিলিগুড়ির ভিসা সেন্টার থেকে ভারতীয়দের পর্যটন ভিসা প্রদান বন্ধ করা হলেও কলকাতার ভিসা সেন্টার থেকে সেবা চালু ছিল। বাংলাদেশ উপহাইকমিশন, কলকাতা থেকে এ কার্যক্রম পরিচালিত হচ্ছিল। তবে বুধবার থেকে সেখানকার পর্যটনসহ অন্যান্য ভিসা সেবাও বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে।

Manual6 Ad Code

সাম্প্রতিক সময়ে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন চত্বরে কয়েকটি সংগঠনের বিক্ষোভ কর্মসূচির ঘটনা ঘটে, যার প্রতিবাদ জানায় বাংলাদেশ। একই সময়ে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের সামনেও বিক্ষোভের ঘটনা ঘটে এবং সে সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের খবর পাওয়া যায়। এসব ঘটনার প্রেক্ষাপটে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ভিসা সেবা সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

Manual2 Ad Code

এছাড়া সাম্প্রতিক কিছু দ্বিপক্ষীয় ইস্যু ও ঘটনার জেরে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিয়ে আলোচনা চলছে। এ অবস্থায় কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন থেকে ভারতীয়দের জন্য পর্যটন ভিসাসহ অন্যান্য ভিসা সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে।

Manual1 Ad Code


 

Manual1 Ad Code
Manual4 Ad Code