জকসু নির্বাচনে ৩১ কেন্দ্রের ফল প্রকাশ

প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৬

Manual8 Ad Code

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ৩১টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত ঘোষিত ফলাফলে ভিপি পদে ৬৬৬ ভোটে এগিয়ে আছেন ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থী মো. রিয়াজুল ইসলাম।

Manual5 Ad Code

বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে রাষ্ট্রবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও আইন বিভাগের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এ পর্যন্ত প্রাপ্ত ফল অনুযায়ী ভিপি পদে মো. রিয়াজুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ৩১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একেএম রাকিবের প্রাপ্ত ভোট ৩ হাজার ৬৫৩।

জিএস (সাধারণ সম্পাদক) পদে ৪ হাজার ৩৪৫ ভোট নিয়ে প্রথম অবস্থানে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী আব্দুল আলীম আরিফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ১ হাজার ৭৩৪ ভোট। এ পদে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ২ হাজার ৬১১।

এজিএস (সহকারী সাধারণ সম্পাদক) পদে ৩ হাজার ৮৭২ ভোট নিয়ে এগিয়ে আছেন শিবির সমর্থিত প্রার্থী মাসুদ রানা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৩ হাজার ৮৭ ভোট। এ ক্ষেত্রে ভোটের ব্যবধান ৭৮৫।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় দুই দশক পর প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং একটি হল সংসদের নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্সগুলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আনা হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় ছয়টি ওএমআর (অপটিক্যাল মার্ক রিকগনিশন) মেশিনে ভোট গণনা শুরু হলেও তথ্যগত অসামঞ্জস্যের কারণে মাঝখানে দীর্ঘ সময় গণনা কার্যক্রম বন্ধ থাকে। পরে রাতে আবারও গণনা শুরু হয়।

Manual5 Ad Code

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, জকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৬ হাজার ৬৪৫ জন। এর মধ্যে প্রায় ৬৫ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানান নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ। একই দিনে বিশ্ববিদ্যালয়ের একমাত্র হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদের নির্বাচনও অনুষ্ঠিত হয়। ওই হল সংসদে মোট ভোটার ছিলেন ১ হাজার ২৪২ জন, যেখানে ভোট পড়েছে প্রায় ৭৭ শতাংশ।

এখন পর্যন্ত জকসু নির্বাচনের ৩১টি কেন্দ্রের ভোট গণনা সম্পন্ন হয়েছে। বাকি রয়েছে আরও ৮টি কেন্দ্রের ভোট গণনা, যার ফল ঘোষণার পর চূড়ান্ত ফলাফল জানা যাবে।

Manual1 Ad Code


 

Manual5 Ad Code

Manual1 Ad Code
Manual6 Ad Code