ম্যানচেস্টার-সিলেট ফ্লাইট বহাল রাখতে স্মারকলিপি প্রদান

প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৬

ম্যানচেস্টার-সিলেট ফ্লাইট বহাল রাখতে স্মারকলিপি প্রদান

Manual7 Ad Code

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ম্যানচেস্টার-সিলেট রুটে বহুজাতিক এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালু ও বিমানের ফ্লাইট অব্যাহত রাখার এবং কার্গো মালামাল সিলেটে কাষ্টমস সম্পন্ন করার দাবিতে বুধবার (৭ জানুয়ারি) সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এর মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেছেন প্রবাসী বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

Manual1 Ad Code

বিমানের ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা আগামী ১ মার্চ ২০২৬ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে স্থগিত রাখা হচ্ছে। প্রবাসী বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে এই সিদ্ধান্তের তীব্র ক্ষোভ ও নিন্দা জানানো হয়। বাংলাদেশ বিমানের এহেন সিদ্ধান্ত ও সিলেটবাসির সাথে বিমাতাসুলভ আচরণ বৈষম্যের সামিল ও তা কোনোভাবে বরদাস্ত করা যায়না।

নেতৃবৃন্দ বলেন, যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে প্রায় ৯০ ভাগই সিলেটি। যারা প্রত্যেকেই সিলেট তথা বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখছেন। এ সকল প্রবাসী ছুটিতে এবং বিভিন্ন সেক্টরে বিনিয়োগকারী প্রবাসীরা প্রিয় মাতৃভূমিতে আসতে চাইলে সরাসরি সিলেটে আসতে চান। বাংলাদেশের মানুষের অর্থের জোগান দিচ্ছেন এসব প্রবাসীরা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দীর্ঘ ২৩ বছরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর প্রবাসীদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। সকল ধরনের সুযোগ সুবিধা থাকা স্বত্তেও সিলেটে সবগুলো এয়ারলাইনস অবতরণ করতে পারে না।

Manual1 Ad Code

প্রবাসী বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশনের আহবায়ক ডক্টর এম এ মোশতাক সিলেট বাসীর এই দাবী আদায়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান এবং দাবী আদায় না হলে প্রবাসী ও সিলেটবাসীকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে তিনি জানান।

Manual3 Ad Code

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা মহিউদ্দীন, সার্জেন্ট আবুল হোসেন, তাহমিনা আহাদ রোজি, চৌধুরী দেলোয়ার হোসেন জিলন, মো. আসাদুল হক আসাদ, রিয়াজ উদ্দিন, আব্দুর রহমান পিঙ্কু, আবু সাইদ, শহীদুল ইসলাম সুহেল। সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পৌঁছে দেওয়ার আশ্বাস প্রদান করেন। বিজ্ঞপ্তি

Manual1 Ad Code


 

Manual1 Ad Code
Manual5 Ad Code