সিলেটে ভারতীয় কম্বলের চালানসহ দুই ভাই গ্রেপ্তার

প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৬

Manual8 Ad Code

সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন পিরোজপুর থেকে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। তারা চোরাকারবারী বলে দাবি করেছে পুলিশ।

Manual3 Ad Code

বুধবার (৭ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে পিরোজপুর প্রধান ফটকের সামনে থেকে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন নরসিংদীর মাধবদী থানাধীন মূলপাড়া কাজীবাড়ীর ইব্রাহিম মিয়া এবং সাদিয়া বেগমের ছেলে মো. ঈসমাইল মিয়া (২৮) ও মো. বিজয় মিয়া প্রকাশ তারেক (২০)। গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ৪ লাখ ৪৪ হাজার টাকার ভারতীয় প্রিন্টের কম্বল জব্দ করা হয়েছে।

Manual7 Ad Code

তাদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা (০৮/০৮/০৭/০১/২৬) দায়ের করে দু’জনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

Manual1 Ad Code


 

Manual1 Ad Code
Manual2 Ad Code