ওসমানীনগরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৬

ওসমানীনগরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

Manual1 Ad Code

সিলেটের ওসমানীনগরে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত (৩৮) বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

Manual8 Ad Code

বুধবার (৭ জানুয়ারী) সকালে উপজেলার তাজপুর ইউনিয়নের কাশিকাপন গ্রামের হাফিজ আব্দুল মাজিদের টিলাবাড়ির পূর্ব ঘরের বারান্দায় লাকরির পাশে মৃত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

Manual1 Ad Code

পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ির মালিক হাফিজ আব্দুল মাজিদ সকালে ঘুম থেকে উঠে তার পূর্ব ঘরের বারান্দায় লাকরির পাশে মৃতদেহটি দেখতে পায়। খবর পেয়ে ওসমানী নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্থুত করে। তবে লাশের কোন পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।

Manual4 Ad Code

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরশেদুল আলম ভূইয়া বলেন, পুলিশ ঘটনাস্থলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। মৃতদেহ শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য তদন্ত চলামান।


 

Manual1 Ad Code
Manual7 Ad Code