কুলাউড়ায় কিস্তি পরিশোধ করতে না পেরে রিকশাচালকের আত্নহনন

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৬

কুলাউড়ায় কিস্তি পরিশোধ করতে না পেরে রিকশাচালকের আত্নহনন

Manual7 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় বিভিন্ন বেসরকারি সংস্থার ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক রিকশাচালক।

নিহত ওই রিকশাচালকের নাম গৌরাঙ্গ দাস (৫৫)। তিনি ৩ সন্তানের জনক।

সোমবার (৫ জানুয়ারি) রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের নন্দীরগ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গৌরাঙ্গ দাস বিভিন্ন বেসরকারি সংস্থা এবং ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়ে চরম অর্থকষ্টে ভোগছিলেন। স্থানীয়দের ধারণা, প্রতিদিনের চাপ, কিস্তির জ্বালা আর অর্থসংকটে হতাশ হয়ে শেষ পর্যন্ত তিনি নিজ বাড়ির একটি গাছের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

পৃথিমপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী জানান, খবর পেয়ে আমি নিহতের বাড়িতে যাই এবং ঘটনার সত্যতা জানতে পারি। পরিবারের লোকজন নিশ্চিত করেছেন, গৌরাঙ্গ দাস প্রতিদিন বিভিন্ন বেসরকারি সংস্থার কিস্তি পরিশোধের অর্থসংকটে হতাশ হয়ে আত্মহত্যা করেন।

Manual1 Ad Code

এদিকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে আজ মঙ্গলবার ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে কুলাউড়া পুলিশ।

Manual8 Ad Code

এ বিষয়ে কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (এসআই) আরিফ জানান, বিভিন্ন ঋণের কারণে মানসিক যন্ত্রণা থেকে আত্মহত্যা করেছেন বলে নিহতের পরিবার ও স্থানীয় লোকজন নিশ্চিত করেছেন। এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Manual5 Ad Code


 

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code