ঢাকা-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৬

ঢাকা-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

Manual8 Ad Code

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ১ ফেব্রুয়ারি থেকে ঢাকা ও যুক্তরাজ্যের ম্যানচেস্টারের মধ্যে সরাসরি ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (৪ জানুয়ারি) সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Manual1 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উড়োজাহাজের স্বল্পতা, আসন্ন হজ ফ্লাইট পরিচালনা, দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ এবং নেটওয়ার্কজুড়ে উড়োজাহাজের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কবে নাগাদ ম্যানচেস্টার রুটে ফ্লাইট পুনরায় চালু হবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

Manual5 Ad Code

ফ্লাইট স্থগিত থাকলেও যাত্রীদের ভোগান্তি কমাতে ঢাকা-লন্ডন-ঢাকা রুটে বিকল্প ফ্লাইট, ফ্লাইটের তারিখ পরিবর্তন বা টিকিট রিফান্ডের ব্যবস্থা রাখা হয়েছে। এসব ক্ষেত্রে সংস্থাটির বিদ্যমান নীতিমালা অনুযায়ী সহায়তা দেওয়া হবে।

Manual7 Ad Code

যাত্রীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা ও লন্ডন বিক্রয় অফিস, কল সেন্টার (১৩৬৩৬ বা +৮৮-০৯৬১০৯-১৩৬৩৬) বা অনুমোদিত ট্রাভেল এজেন্টদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

২০১৯ সালের অক্টোবর থেকে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে সরাসরি ফ্লাইট চালু করা হয়। এই রুটে বর্তমানে একমাত্র বিমান বাংলাদেশ এয়ারলাইন্সই সরাসরি ফ্লাইট পরিচালনা করছিল।

এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে ম্যানচেস্টার ফ্লাইট বন্ধের গুঞ্জনে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ তৈরি হয় এবং বিক্ষোভও দেখা যায়। এবার ফ্লাইট স্থগিতের সিদ্ধান্তে প্রবাসী যাত্রীদের যাতায়াতে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।


 

Manual3 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual3 Ad Code