বিএনপির ২৩ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৬

বিএনপির ২৩ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

Manual7 Ad Code

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ সহযোগী সংগঠনের ২৩ নেতার বহিষ্কারাদেশ রোববার (৪ জানুয়ারি) প্রত্যাহার করা হয়েছে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুর কবির রিজভীর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Manual1 Ad Code

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতাদের মধ্যে রয়েছেন-

Manual1 Ad Code

মৌলভীবাজার জেলা ওলামা দলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মাওলানা মো. আব্দুল হাকিম, রাজনগর উপজেলা বিএনপির সাবেক সদস্য জুবায়ের আহমেদ চৌধুরী, ময়মনসিংহ দক্ষিণ জেলাধীন ফুলবাড়িয়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শামিম আহমেদ, রাজবাড়ী জেলা মহিলা দলের সাবেক সহসভাপতি ও কালুখালী উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি কাজী শারমিন আক্তার টুকটুকি, চাঁদপুর জেলাধীন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব ইমাম হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রানা, কক্সবাজার জেলা মহিলা দলের সাবেক সহ-সভাপতি জাহানারা বেগম, গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সদস্য মোছা. শিল্পী খাতুন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এহতেশামুল আজিম, বগুড়া জেলাধীন সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি লুৎফুল হায়দার রুমি, উপজেলা বিএনপির সাবেক সদস্য শহিদুল ইসলাম স্বপন, সিরাজুল ইসলাম ও মুশফিকুর রহমান মদন।

সারিয়াকন্দি পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মতিউর রহমান মতিন, পৌর বিএনপির সদস্য সোহেল সরকার, শাহজাহান আলী, লুৎফর রহমান ও সাইফুল ইসলাম নিপুলেরও বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তাদের প্রাথমিক সদস্যপদ পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে।

এছাড়া, শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য প্রাথমিকভাবে স্থগিত করা সুনামগঞ্জ জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী মদিনা আক্তার, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সদস্য মতিন বকশ এবং বিশ্বম্বর উপজেলা বিএনপি কর্মী সৈয়দ রমিজ উদ্দিনের পদ স্থগিতাদেশ ও অব্যাহারও প্রত্যাহার করা হয়েছে।

Manual5 Ad Code

বিএনপি সূত্র জানিয়েছে, নেতাদের আবেদনের প্রেক্ষিতে রোববার দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ ও স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।


 

Manual2 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual8 Ad Code