সমুদ্রপথে বিদেশে গমনকালে ২৭৩ জন উদ্ধার, ১০ দালাল আটক

প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৬

সমুদ্রপথে বিদেশে গমনকালে ২৭৩ জন উদ্ধার, ১০ দালাল আটক

Manual4 Ad Code

সমুদ্রপথে অবৈধভাবে বিদেশ যাত্রার চেষ্টা করার সময় ২৭৩ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় বোটে থাকা ১০ জন দালালকে আটক করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) বিকালে বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম মিডিয়া কর্মকর্তা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গোপসাগরে টহলরত নৌবাহিনী জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধভাবে সমুদ্রপথে বিদেশ গমনকালে ২৭৩ জন ব্যক্তি এবং একটি কাঠের বোট আটক করা হয়।

Manual2 Ad Code

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃতরা সবাই মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশ্যে সমুদ্রপথ ব্যবহার করছিল। আটককৃত বোট ও ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual5 Ad Code

নৌবাহিনী জানায়, অবৈধভাবে সমুদ্রপথে বিদেশে যাত্রা করার ঘটনা রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Manual5 Ad Code


 

Manual1 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code