সিলেট থেকেই বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু হবে : মির্জা ফখরুল

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৬

সিলেট থেকেই বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু হবে : মির্জা ফখরুল

Manual2 Ad Code

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনের প্রচারণা সিলেট থেকেই শুরু করবে বিএনপি। তিনি আরও জানান, আগামী এক-দুই দিনের মধ্যেই তারেক রহমানকে দলের চেয়ারপারসনের পদে আনুষ্ঠানিকভাবে অধিষ্ঠিত করা হবে।

এসময় মির্জা ফখরুল ইসলাম আরও বলেন- চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই তারেক রহমান সিলেটে আসবেন।

রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট নগরীর বিমানবন্দর এলাকার একটি হোটেলে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আসন্ন নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দীর্ঘদিন ধরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। অনেক বছর পর তারা সেই অধিকার ফিরে পেয়েছে।

Manual6 Ad Code

নির্বাচন নিয়ে বিভিন্ন মহলে আশঙ্কা থাকলেও বিএনপি দল হিসেবে কোনো শঙ্কা বোধ করছে না উল্লেখ করে তিনি বলেন, বিএনপি শুরু থেকেই নির্বাচনের পক্ষে ছিল। নির্বাচন তার সঠিক পথেই এগিয়ে যাচ্ছে এবং সবার সহযোগিতায় নির্বাচন কমিশন একটি গ্রহণযোগ্য নির্বাচন বাস্তবায়ন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মব সহিংসতা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, মবোক্রেসি গণতন্ত্রকে ধ্বংস করে দেয়। এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।

Manual2 Ad Code

তিনি বলেন আসন্ন নির্বাচন শুধু আমাদের জন্য নয়, পুরো জাতির জন্য গুরুত্বপূর্ণ। গণতন্ত্রের পূর্ব শর্ত হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে সংসদ গঠন করা এবং সেই সংসদের মাধ্যমে সংসদীয় সরকার গঠন করা, যারা দেশে সুশাসন ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করবে।’

Manual1 Ad Code

তিনি বলেন ‘বিগত ১৫-১৬ বছরে বিএনপির ৬০ লাখ মানুষকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এছাড়া সিলেটের সংগ্রামী নেতা ইলিয়াস আলীসহ ১ হাজার ৫০০ নেতাকর্মীকে গুম করা হয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘গোটা বাংলাদেশে একটি ত্রাসের রাজত্ব সৃষ্টি করা হয়েছিল। ভয়-ভীতি দেখিয়ে মানুষকে অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছিল। অবশেষে জুলাই গণুভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্টরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল।’

অন্তর্বর্তী সরকারের নির্বাচনের ঘোষণার প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনের ঘোষণার মধ্য দিয়ে আশার আলো সৃষ্টি হয়েছে। যদিও অনিশ্চয়তার কথা অনেক মিডিয়াতে আসে। তারপরও আমরা নির্বাচনের পথে এগিয়ে চলেছি। ইতিমধ্যে মনোনয়নপত্র যাচাই-বাচাই শেষ হয়েছে। প্রতীক বরাদ্ধের পর প্রচারণা শুরু হবে।’

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু প্রসঙ্গে তিনি বলেন, গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে রাজকীয়ভাবে প্রস্থান করেছেন বেগম খালেদা জিয়া। তিনি যে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন মির্জা ফখরুল।

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আজ যে সুযোগ এসেছে, সেটিকে কাজে লাগাতে হবে। গণতন্ত্র একদিনে প্রতিষ্ঠিত হয় না, গণতান্ত্রিক সংস্কৃতিও একদিনে গড়ে ওঠে না। একটি গণতান্ত্রিক সংসদ গঠনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার বিকাল ৩টা ১৭ মিনিটে ইউএস বাংলার একটি ফ্লাইটে (৫৩৫) তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করেন।

বাদ আসর তিনি সিলেটের হযরত শাহজালাল ও শাহপরাণ রাহ.-এর মাজার জিয়ারত করেন।

রাতেই তিনি ঢাকায় ফিরে যাবেন বলে জানা গেছে।

সিলেটে এটি তাঁর ব্যক্তিগত সফর।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে লড়াই করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Manual8 Ad Code


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code